রায়গঞ্জে ভাঙ্গন আতঙ্কে ফুলজোড় নদী পাড়ের মানুষ।

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ কয়েক দিনের টানা বর্ষণ,নদীর পানির স্রোত আর বালুখেকোদের কবলে পড়ে ভাঙ্গন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে সিরাজগঞ্জের রায়গঞ্জের ফুলজোড় নদী সংলঘ্ন নলকা এলাকার মানুষ। গত কয়েক দিনে নলকা ব্রীজ ( ফেরি ঘাট) এলাকায় নদীর পানির প্রবল স্রোতে পুর্বপাড়ের বেশ কয়েকটা বাড়ির প্রায় অংশ নদী গর্ভে বিলীন হয়েছে। তারা চরম আতঙ্কের মধ্যে নির্ঘুম রাত কাটাচ্ছে।তবে এলাকাবাসী অনেকটাই দায়ী করেছেন নদী পাড়ে বালু মহাল সৃষ্টিকারীদের। তারা ভাটি থেকে কার্গো ভর্তি বালু এনে স্তুপাকারে রাখায় ব্রীজের প্রবেশ মুখ সরু হয়ে যাওয়ায় বন্যার পানির স্রোত প্রবল আকার ধারন করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের দাবী, এখন পর্যন্ত মেলেনি কোন সাহায্য, স্থানীয় জনপ্রতিনিধি বা সরকারি ভাবে ভাঙ্গন রোধে নেয়নি কোন পদক্ষেপ,বালুখেকোদের বিরুদ্ধে নেয়া হয়নি কোন আইনগত ব্যবস্থা। তাই সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী পদক্ষেপ প্রয়োজন বলে এলাকাবাসী মনে করেন।