জেনে নিন বাংলাদেশ অবস্থা কি হতে পারে -সর্তকবার্তা ।

প্রতিবেদকঃ টিপু সুলতান বিজয়
আমরা যারা ভাবতেছি বাংলাদেশে তেমন কিছু হবে না,হইলে এতো দিন হয়ে যেত। যারা সরকারের নিয়ম নীতিকে বাড়াবাড়ি মনে করতেছেন। তাদের বলতেছি এখনো সময় আছে মন মানসিকতা পরিবর্তন করেন না হয় চরম মূল্য দিতে হবে।
এবার কিছু পরিসংখ্যান লক্ষ্য করা যাক।
১.ইতালিতে করোনা সনাক্ত হওয়ার পর ৪৫তম দিনে মহামারী রুপ ধারণ করে।
২. স্পেনে ৫০তম দিনে।
৩. আর যুক্তরাষ্ট্রে ৫৫তম দিনে।
৪. বাংলাদেশে করোনা ভাইরাস সনাক্ত হওয়ার ২৩ তম দিন শেষ হল গতকাল। তাই এখনো সময় আছে আমাদের সাবধান হতে হবে। তা না হলে ইতালি, স্পেন, যুক্তরাষ্ট্রের মত আমাদের ও অবস্থা হবে।
যুক্তরাষ্ট্রে ২৩ তম দিনে রোগী ছিলো মাত্র ১১ জনের মত।
সুতরাং "ভাইরাস থাকলে তো এতদিনে লক্ষণ প্রকাশ পেত" এমন মতাদর্শে বলীয়ান মহামানবেরা সাবধান। আমাদের ৫১ জন সনাক্ত হয়েছে। তাও টেস্টের অনেকে ঘাটতি আছে বলে অনেকে বলেছেন।
আবার ও বলতেছি এখনও সময় আছে আর একটু সতর্ক হওয়ার। না হলে চরম মূল্য দিতে হতে পারে।
একটু ভাবুন তো কেন সেনাবাহিনী কঠোর হচ্ছে?
কেন ১ লাখ এর বেশি বেড বানানো হচ্ছে?
কেন অস্থায়ী অনেক হাসপাতাল বানানো হচ্ছে? আল্লাহ যদি মাফ না করে তাহলে বাংলাদেশের পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে একটু ভাবুন ?
দয়া করে সাবধান হোন। আমরা অলরেডি থার্ড স্টেজে আছি। জানিনা কার কপালে কি লিখে রেখেছে আমাদের পরম করুনাময় আল্লাহ তালা। তাই সাবধান আর সর্তক থাকুন আর
আল্লাহকে ডাকুন।আল্লাহ অসীম দয়াশীল, অবশ্যই আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিবেন।