নাটোরের লালপুরে চালক নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে পড়ে মা মেয়ে নিহত।

জাহিদ হাসানঃ
নাটোর পাবনা মহাসড়কের লালপুর উপজেলার গোধড়া এলাকায় গাড়ি ওভার টেক করার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে ডোবায় পরে মা ও মেয়ে নিহত হয়েছে আহত হয়েছে ১০ জন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম জানান, সকাল আটটার দিকে পাবনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস চন্চল পরিবহন রাজশাহীর উদ্যেশে রওনা দিলে পথে লালপুর উপজেলার গোধরা এলাকায় আসলে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে পাশের খাদে পড়ে গিয়ে একই পরিবারের মা ও মেয়ে মারা যায় । নিহত মা জোসনা (৪৫)ও মেয়ে রোজিনা (২৮) মুলাডুলি থেকে ঐ গাড়িতে উঠেছিল জামাইয়ের সাথে, তারা নাটোর মিশন হাসপাতালে গলার অপারেশন করাতে যাচ্ছিলেন। ঘটনাস্থলেই মা জোসনা বেগম মারা যায় এবং পরে মেয়ে রোজিনাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।সে সময় আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেন ।