দিঘলিয়ায় ভৈরব নদীর ভাঙ্গনে, শতাধিক পরিবার ভয়াবহ ঝুকির মুখে।

জিয়াউল ইসলাম, ব্যুরো প্রধান খুলনা :
খুলনা জেলার দিঘলিয়া দেয়াড়া পশ্চিমপাড়া এলাকায় ভৈরব নদী গর্ভে বিলিন হয়েছে প্রায় ১কিঃমিঃ, সরজমিনে গিয়ে দেখা যায় দিঘলিয়ার দেয়াড়া পশ্চিমপাড়া ৫নং ওয়ার্ড এলাকার কবরস্থান হইতে শুরু করে কলোনি খেয়াঘাট গুচ্ছগ্রাম ভেড়িবাদ হয়ে জলিল খান মাঠ পর্যন্ত প্রায় ১কিঃমিঃ ভয়াবহ নদী ভাঙ্গনে পরিণত হয়েছে, ইতিমধ্যে উক্ত জলিল খান মাঠ হইতে প্রায় ২০০ মিটার নদী গর্ভে বিলিন হয়ে গেছে, আরও জানা যায় জলিল খান নামক স্থানে ২ তলা বিশিষ্ট একটি ভবন ও কয়েকটি পাট গোডাউন ভৈরব নদীর ভাঙ্গনে বিলুপ্ত হয়েছে। এ বিষয়ে ৫নং ওয়ার্ড ইউ.পি সদস্য খান বিপ্লব হোসেন জানান প্রতিনিয়ত নদীর ভাঙ্গন বেড়েই চলেছে, একাধিক পরিবারের ফসলি জমি সহ বিভিন্ন রকম গাছপালা ভাঙ্গনে বিলুপ্ত হয়ে গেছে এমনকি, বর্তমানে দেয়াড়া কলোনি কবরস্থান এবং গুচ্ছগ্রাম ভেড়িবাঁধটি অত্যান্ত ঝুকির মুখে রয়েছে, এই বাধটি ভেঙ্গে গেলে এলাকার বসবাসরত শতাধিক পরিবার মারাত্তক ঝুকির মুখে পড়বে, এলাকার শতশত পরিবার অসহায় হয়ে মানবেতর জিবন-যাপন করছে। এ বিষয়ে ৫নং ওয়ার্ড ইউ.পি সদস্য খান বিপ্লব হোসেন সহ শতশত মানুষ ভাঙ্গন রোধ প্রচেষ্টায় এলাকা থেকে গণসাক্ষর নিয়ে দিঘলিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তার নিকট আবেদন জানালে তিনি বলেন, এটি একটি বড় প্রজেক্ট তাই জন স্বার্থে পানি উন্নয়ন বোর্ডের নিকট এই আবেদনটির জন্য জোর সুপারিশ জানানোর অঙ্গিকার ব্যক্ত করেন, এমত অবস্থায় জরুরী ভিত্তিতে এই ভাঙ্গন রোধ না করলে শতশত পরিবার অসহায় হয়ে পড়বে।তাই শতশত পরিবার ও ভেড়িবাধ রাস্তা এবং কবর স্থান রক্ষার্থে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে ভাঙ্গন রোধে জোর দাবি জানান।