টাঙ্গাইলে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত - ১।

মুহাইমিনুল (হৃদয়)ঃ
টাঙ্গাইলের কালিহাতীকে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুমন নামের অটোরিকশা চালক নিহত হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) সকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন উপজেলার গোহালিয়া বাড়ি এলাকার আব্দুস সামাদের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ কাজী আইয়ুবুর রহমান জানান, মহাসড়কের উপজেলার সল্লা এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক সুমন গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। বাসের চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে।