ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকে থাকা কুড়ায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির।

 প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০, ০৮:০৪ অপরাহ্ন   |   জনদুর্ভোগ


থানা প্রতিনিধি মোঃ রিয়াজ:


 ঢাকা-বরিশাল কামালদি মহাসড়কে ট্রাকে থাকা কুড়ায় আগুন লাগে, আজ সকাল ১১.১৫ মিনিটে বিদ্যুৎতের তারের সাথে জড়িয়ে ট্রাকে আগুন লাগার কথা জানা গেছে।


বিদ্যুতের তারের সাথে আগুন লাগার সাথে সাথে ট্রাকটিতে আগুন লেগে যায়, তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টায় লেগে পরে গ্রামের লোকজন।


তাৎক্ষণিকভাবে কিছু সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে লেগে পরে, তারা ৩০ মিনিট চেষ্টার ফলে আগুন নেভাতে সক্ষম হন।


ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার রাস্তা জুড়ে ব্যাপক যানজটের সম্মুখীন হতে হয় গাড়িচালকদের।

এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ট্রাকটি ও আগুনের কবল থেকে রক্ষা পান।

জনদুর্ভোগ এর আরও খবর: