ঝিনাইদহ শৈলকুপায় জমি- জমা বিরোধের জের ধরে সংঘর্ষে আহত - ৫।

সম্রাট হোসেন ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় জমিজমা বিরোধের জের ধরে সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাচেঁরকোল ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াঘাট গ্রামের তফসের মোল্যার ছেলে বাদশার সাথে ওই গ্রামের পিকুল শেখ এর জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার ওই জমি সংক্রান্ত তদন্ত করতে যায় এসিল্যান্ড পার্থ প্রতিম শীল। তদন্ত শেষে তিনি ফিরে আসলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। সংর্ঘষে ইউনিয়ন যুবলীগের সভাপতি মিলন হোসেন,বালিয়াঘাট গ্রামের মৃত আমজাদ মন্ডলের ছেলে আমিরুল ইসলাম,মৃত রায়হান শেখ এর ছেলে বকুল হোসেন,তফসের মোল্লার ছেলে বাদশাসহ ৫ জন আহত হয়। আহতদের শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, জমি-জমা বিরোধের জের ধরে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।