অবৈধ তফসিল ঘোষণার প্রতিবাদে চট্টগ্রাম মহানগরী জামায়াতের বিক্ষোভ

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩, ১২:১৭ পূর্বাহ্ন   |   রাজনীতি



নুরুল কবির সাতকানিয়া প্রতিনিধি 


 সরকার তফসিল ঘোষণা করে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে”


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে নগর জামায়াত। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার কেয়ারটেকার সরকারের গণদাবি পাশ কাটিয়ে একতরফা নির্বাচনী তফসিল ঘোষণা করে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কিন্তু রাজপথে দেশপ্রেমিক জনতা তাদের সে ষড়যন্ত্র সফল হতে দেবে না বরং গণবিরোধী যে তফসিল জনগণের ওপর চাপিয়ে দেয়া হয়েছে জনগণ জীবন দিয়ে হলেও রুখে দেবে।


আজ বুধবার ১৫ নভেম্বর তফসিল ঘোষণার প্রতিবাদে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।এতে নগর, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া তড়িঘড়ি করে তফসিল ঘোষণা করে সরকার জাতির সাথে তামাশা শুরু করেছে। এ তামাশা বন্ধ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। দেশে চলমান সঙ্ঘাত-সহিংসতার একমাত্র সমাধান হচ্ছে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন। কিন্তু সরকার জনগণের এ দাবির তোয়াক্কা না করে একতরফা নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে।


তিনি বলেন,রাজপথে সভা সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি পালন দেশের প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার হলেও সরকার সে অধিকার থেকে জনগণকে বঞ্চিত করছে। সরকার জনতার আন্দোলন নির্মম ও নিষ্ঠুরভাবে দমনের জন্য জনপ্রশাসন ও পুলিশসহ দলীয় শক্তিকে লেলিয়ে দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস অব্যাহত রেখেছে। কিন্তু এসব করে বাকশালী সরকারের শেষ রক্ষা হবে না।তিনি বলেন দেশের জনগন অবৈধ তফসিল মানেনা।ঘোষিত তফসিল দেশবাসী ঘৃনাভরে প্রত্যাখ্যান করবে।

রাজনীতি এর আরও খবর: