রাণীশংকৈলে সাবেক উপজেলা চেয়ারম্যান আটক।

 প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন   |   রাজনীতি


স্টাফ রিপোর্টার হাসিনুজ্জামান মিন্টু,, রাণীশংকৈলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না (৪৪) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শিবদিঘি নিজ অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহরিয়ার আজম মুন্না কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান। তিনি উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম মিজানুর রহমানের ছেলে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাণীশংকৈল থানায় করা বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।

রাজনীতি এর আরও খবর: