মাদারীপুর-৩ দলীয় মনোনয়ন পাওয়া ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল
তুহিন হাওলাদার, কালকিনি প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে আনিসুর রহমান তালুকদার খোকন বিএনপি'র দলীয় মনোনয়ন পাওয়ায় ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মাদারীপুরের কালকিনিতে মিলাদ মাহফিল ও মিস্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪নভেম্বর) বাদ আছর উপজেলা পরিষদ জামে মসজিদে শতাধিক মুসল্লিদের অংশগ্রহণে উপজেলা যুবদল নেতা তুহিন হাওলাদার ও উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সজল বেপারীর আয়োজনে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মাসুম মোল্লা, সজীব বেপারী, জাহিদ বেপারী, সিফাত সরদার, রায়হান মোল্লা, রাকিব মোল্লা, রিমেল বেপারী প্রমূখ।
