কালকিনিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

 প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন   |   রাজনীতি


lমো. জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক 

শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে মাদারীপুরের কালকিনিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা ডাকবাংলো মাঠে র‍্যালি পূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন। 

এসময় তিনি বলেন, নতুন স্বাধীনতায় আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ। শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে স্বাধীনতা ও গণতন্ত্রকে আমরা অক্ষুণ্ণ রাখবো বন্ধুরা আমার। বাংলাদেশের মাটিতে আর কোন দুর্নীতিবাজের সৃষ্টি হতে দেওয়া যাবে না, বাংলাদেশের কোন স্বৈরাচারকে আর মাথা উঁচু করতে দেওয়া যাবে না, বাংলাদেশের আর কোন গুম করে মানুষ হত্যা করার সুযোগ দেওয়া যাবে না। 

খোকন আরো বলেন, আগামী দিনে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষ, জনাব তারেক রহমানের প্রতীক ধানের শীষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অতএব আমাদের ধানের শীষের সম্মানকে অক্ষুণ্ণ রেখে প্রত্যেক ভোটারের দ্বারে দ্বারে গিয়ে মানুষের ভালোবাসা অর্জন করে ইনশাল্লাহ নির্বাচিত হয়ে এই স্বাধীনতা এবং গণতন্ত্র থেকে রক্ষা করব এটাই আজকের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আমাদের প্রতিজ্ঞা। 

সমাবেশ শেষে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রায় কালকিনি ও ডাসার উপজেলার বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

রাজনীতি এর আরও খবর: