নতুন একটি বাংলাদেশ উপহার দেওয়াই হলো আমাদের নির্বাচনী অঙ্গীকার - আনিসুর রহমান খোকন

 প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন   |   রাজনীতি


শেখ লিয়াকত আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক 

"আগামীতে নতুন একটি বাংলাদেশ উপহার দেওয়াই হলো বিএনপির নির্বাচনি অঙ্গীকার বলে মন্তব্য করেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাদারীপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন

সোমবার (১০ নভেম্বর) বিকেলে মাদারীপুর-৩ নির্বাচনী এলাকা শিকারমঙ্গল ইউনিয়নের মিয়ার হাট বাজারে নির্বাচনি প্রচারণা চালানোর সময়ে স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে একথা বলেন তিনি।

খোকন আরোও বলেন, সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলীসহ সকল গুম ও জুলাই আন্দোলনের সকল শহীদ পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি, আমারা ফুলের মালা নিতে আসিনি। জুলাই আন্দোলনের সকল শহীদদের রক্তের ঋণ আমরা কিভাবে শোধ করব এটাই আমাদের আগামী দিনের ভাবনা। আগামীতে ক্ষুধা ও সন্ত্রাসমুক্ত একটি বাংলাদেশ উপহার দিতে পারলেই জুলাই শহীদের রক্তের ঋণ সামান্য হলেও আমরা মুক্ত হবো। আর সেজন্যই জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল বেপারী, উপজেলা ছাত্রদলের নজরুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল ইসলাম প্রমূখ।

রাজনীতি এর আরও খবর: