খুলনা-৬ আসনে কেন্দ্রভিত্তিক পরিচালক ও প্রধান এজেন্টদের কর্মশালা অনুষ্ঠিত

 প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন   |   রাজনীতি


আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনে কেন্দ্রভিত্তিক পরিচালক ও প্রধান এজেন্টদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৯ জানুয়ারি (শুক্রবার) কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-০৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জননেতা মাওলানা আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা আমীর মাওলানা এমরান হোসাইন। এছাড়াও কর্মশালায় খুলনা মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে কেন্দ্রভিত্তিক পরিচালক ও প্রধান এজেন্টদের সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের অস্থিতিশীলতা, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে—সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, জনগণের ভোটাধিকার রক্ষা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রেই সৎ, দক্ষ ও সাহসী ভূমিকা পালন করতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি। আগামীর বাংলাদেশের পার্লামেন্ট কুরআন হাদিসের পার্লামেন্ট গড়ে তুলতে আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সকলকে ত্যাগ, তিতিক্ষা, সংযম ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

কর্মশালাটি খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের কেন্দ্রভিত্তিক নির্বাচন ব্যবস্থাপনা, এজেন্টদের দায়িত্ব-কর্তব্য ও আইনগত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনার মাধ্যমে শেষ হয়।

রাজনীতি এর আরও খবর: