এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০১ আসনে যে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ.
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০১ আসনে যে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে ও যাদের অবৈধ ঘোষনা করা হয়েছে তাদের তালিকা:
১। বিএনপির মো: সেলিমুজ্জামান মোল্যা - বৈধ ঘোষণা।
২। জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল হামিদ মোল্লা - বৈধ ঘোষণা।
৩। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মিজানুর রহমান - বৈধ ঘোষণা।
৪। গণঅধিকার পরিষদের মো: কাবির মিয়া - বাতিল ঘোষণা। (বাতিলের কারণ- ঋন খেলাপী)
৫। জনতার দলের মো: জাকির হোসেন- বৈধ ঘোষণা।
৬। কমিউনিষ্ট পার্টির নীরোদ বরণ মজুমদার - বৈধ ঘোষণা ।
৭। বাংলাদেশ খেলাফত মজলিসের ইমরান হোসেন আফসারী-- বৈধ ঘোষণা
৮। এবি পার্টির প্রিন্স আল আমিন --- বৈধ ঘোষণা।
৯। স্বতন্ত্র প্রার্থী এম আনিসুল ইসলাম - বৈধ ঘোষণা।
১০। স্বতন্ত্র প্রার্থী সুলতান জামান খান- বৈধ ঘোষণা।
১১। স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুল -- বাতিল ঘোষণা। (বাতিলের কারণ- ১% ভোটার যাচাই)
১২। স্বতন্ত্র প্রার্থী কাইউম আলী খান --- বাতিল ঘোষণা।(বাতিলের কারণ- ১% ভোটার যাচাই)।
১৩। স্বতন্ত্র প্রার্থী নাজমুল আলম -- বাতিল ঘোষণা, (বাতিলের কারণ- ১% ভোটার যাচাই)।
