নাটোরের গুরুদাসপুরে শতভাগ শিক্ষা নিশ্চিত করতে শিখন কেন্দ্রের উদ্বোধন।

 প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ০২:১৪ পূর্বাহ্ন   |   রংপুর




 রিপোর্টার 

জাহিদ হাসান

 নাটোর প্রতিনিধি


নাটোরের গুরুদাসপুরে ঝরে পড়া শিশুদের শতভাগ শিক্ষা নিশ্চিত করতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় আউট অব চিনড্রেন এডুকেশন প্রোগ্রামের অধীনে শিখন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শওকত রানা লাবুর সভাপতিত্বে বুধবার সকালে উপজেলার গোপীনাথপুর এই শিখন কেন্দ্রের উদ্বোধন করেন গুরুদাসপুর ইউনিয়ন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি।আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের গুরুদাসপুর উপজেলার সুপার ভাইজার সারোয়ার হোসেনের সঞ্চালনায় উদ্বোধনি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রোগ্রাম ম্যানেজার রেজিনা আক্তার,গুরুদাসপুর পৌরসভার ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শেখ সবুজ,সুপার ভাইজার মোঃ নুরুল ইসলাম,মোঃ জাকির হোসেন,মোঃ উমর ফারুক,মোঃ শফিকুল ইসলাম শিখন কেন্দ্রের শিক্ষিকা আয়েশা সিদ্দিকা প্রমুখ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় শতভাগ শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ঝরে পড়া শিশুদের স্কুলমুখী করতে এই শিখন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উল্লেখ্য ০৮-১৪ বছর বয়সী ঝরে পড়া এবং যারা কখনো বিদ্যালয়ে যায়নি এমন শিশু-কিশোরদের নিয়েই এই শিখন কেন্দ্রের কার্যক্রম। গুরুদাসপুর উপজেলায় সর্বমোট ৭৮ টি শিখন কেন্দ্র রয়েছে।