রংপুর -২ বদরগঞ্জ–তারাগঞ্জ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবেক এমপি আনিছুল ইসলাম মন্ডল।
বদরগঞ্জ প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জ সংসদীয় আসন ২০, রংপুর-২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব আনিছুল ইসলাম মন্ডল (Anis Mondol)।
মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও বিপুল সংখ্যক সমর্থক। এ সময় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলহাজ্ব আনিছুল ইসলাম মন্ডল বলেন, “বদরগঞ্জ ও তারাগঞ্জের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনা আমি খুব কাছ থেকে জানি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এ অঞ্চলের উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, সততা ও অভিজ্ঞতার মাধ্যমে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রংপুর-২ গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
এদিকে মনোনয়ন জমাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, অভিজ্ঞ এই নেতার নেতৃত্বে রংপুর-২ আসনের উন্নয়ন কার্যক্রম নতুন গতি পাবে।
