মেসিকে সর্বকালের সেরা বলাটা ঠিক হবে না। রোনালদিনহো।

স্টাফ রিপোর্টার আউয়াল ফকিরঃ
বার্সায় থাকাকালীন সময় হতে আমি ওর সাথে পরিচিত তখন থেকেই সে আমার ভালো বন্ধু।
আমি এটা দেখে অনেক খুশি যে ওর সবার থেকে বেশি ব্যালন ডি অর রয়েছে,
সে তার সময়ের সবার সেরা।
তবে সর্বকালের সেরা বলাটা ঠিক হবে না।
কারন এই যায়গায় রয়েছে পেলে, ম্যারাডোনা, রোনালদো লিমা দের মতো মহা তারকাদের নাম। সর্বকালের সেরা কে সেটা বলা অনেক কঠিন ব্যাপার তবে আমি মেসিকে বর্তমান সময়ের সেরা হিসাবেই দেখছি সর্বকালের সেরা নয়।