সময়ের সেরা দুই মহানায়কের যুদ্ধ আজ রাতে।

প্রতিবেদক, টিপু সুলতান বিজয়ঃ
আজ বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটায় চ্যাম্পিয়ন লিগ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে বর্তমান প্রজন্মের দুই সেরা কিংবদন্তি রেকর্ড ছয় বারের ব্যালন ডি'অর জয়ী আর্জেন্টিনা সুপারস্টার ও বার্সেলোনার প্রাণ ভোমরা লিওনেল মেসি এবং পর্তুগিজ যুবরাজ ও জুভেন্টাস সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।
৯৪৩ দিন পর দুই মহানায়কের মুখোমুখি লড়ায় হবে আজ রাতে। ফুটবল বিশ্ব অপেক্ষার প্রহর গুনতেছে। কখন এক সাথে দেখবে দুই মহা রাজাদের।
মেসি,রোনালদোর মুখোমুখি ম্যাচ মানে টানটান উত্তেজনা। ক্ষণে ক্ষণে ম্যাচের রং বদলাবে।
আজ যার পায়ের জাদু কথা বলবে শেষ হাসি তিনিই হাসবে।
দুই মহা নায়ের ফ্যানদের মাঝে ইতিমধ্যে কথার লড়াই শুরু হয়ে গেছে।
এই রোমাঞ্চকর ম্যাচটি উপভোগ করার জন্য বিশ্বের ফুটবল ফ্যানদের আগ্রহের কমতি নেই। ফলাফল যা ই হোক এই ম্যাচটি দারুন উপভোগের হবে মনে করে ফুটবল ফ্যানরা।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন টু, সনি টেন টু এইচডি চ্যানেল।