সন্দ্বীপ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন অভিযান, মাস্ক না পরায় জরিমানা।

 প্রকাশ: ১৪ অগাস্ট ২০২০, ০৮:১২ অপরাহ্ন   |   আইন-বিচার


পুৃষ্পেন্দু মজুমদার, চট্টগ্রাম প্রতিনিধিঃ 

সন্দ্বীপ  স্বাস্থ্যবিধি না মেনে দোকান পরিচালনা ও মাস্ক পরিধানসহ মোটরসাইকেলে হেলমেট ব্যবহার না করার অপরাধে  জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার(১৩জুলাই) দুপুরে বিভিন্ন দোকান ও বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে  জরিমান করেন সন্দ্বীপ এর নির্বাহি  ম্যাজিট্রেট মোহাম্মদ মামুন।সাথে ছিলেন কন্টিনজেন্ট কমান্ডার: লে: কমান্ডার এম দেলোয়ার হোসেন সহ একদল চৌকস সদ্যসবুৃন্দ।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাস্কসহ হেলমেট ব্যবহার না করে মোটর সাইকেল চালানোর অপরাধে  জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।


ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মামুন  জানান, বৃহস্পতিবার দুপুরে সন্দ্বীপ এর বিভিন্ন বাজারে বিভিন্ন দোকানে স্বাস্হ্যবিধি না মেনে  ব্যবসায়ী গন মাস্ক, হেলমেট ব্যবহার না করে মোটর সাইকেল চালানোর অপরাধে  জরিমানা করা হয়েছে ।

অভিযান অব্যহত থাকবে।

আইন-বিচার এর আরও খবর: