বড়াইগ্রামে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

 প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০৬:২২ অপরাহ্ন   |   সারাদেশ



জাহিদ হাসান  

 নাটোর প্রতিনিধি :

প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসার আমির হামজার সমন্বয়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম গুরুদাসপুর আসনের সাংসদ সদস্য আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহানউদ্দিন মিঠু,উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন,উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল হালিম, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রেজাউল করিম, বিএডিসি অফিসার মোঃ জিয়াউল হক প্রমুখ। উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল হালিম, সমাজসেবা অফিসার মোঃ রেজাউল করিম, বিএডিসি অফিসার মোঃ জিয়াউল হক প্রমুখ।এছাড়াও উপজেলার খামারী, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বক্তব্য শেষে প্রধান অতিথি সহ অতিথিরা মেলায় আয়োজিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

সারাদেশ এর আরও খবর: