রায়গঞ্জের পল্লীতে কৃষককে হত্যা চেষ্টায় থানায় অভিযোগ।

 প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন   |   সারাদেশ




সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জের রায়গঞ্জে পল্লীতে জমিজমা সংক্রান্ত জের ধরে  রাতের অন্ধকারে কৃষক ইব্রাহীম হোসেনেকে ঘুম থেকে ডেকে তুলে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে  ধামাইনগর ইউনিয়নের দামুয়া গ্রামের ইব্রাহীম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় একটি হত্যা চেষ্টা অভিযোগ দাখিল হয়েছে। 

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বুধবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের ষাড়ইল দামুয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে  ইব্রাহীমের  বাড়িতে একই গ্রামের  ফারুক হোসেন  ও তার দলবল সহ দেশিয় অস্ত্রসত্রে সজ্জিত হয়ে ইব্রাহীমকে হত্যার উদ্দেশ্যে ঘুম থেকে ডেকে তুলে ছুরিকাঘাত করে। এ সময় আহত ইব্রাহীমের আর্ত চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ইব্রাহীমকে  উদ্ধার করে প্রথমে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  পরবর্তীতে তার শারিরীক অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে   নিয়ে যান।


এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

সারাদেশ এর আরও খবর: