বিডি ক্লিন এর পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে যাবে তারুণ্যের জোয়ারে ।

 প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন   |   সারাদেশ



লিটন ইসলাম 

উপজেলা প্রতিনিধি 

খানসামা, দিনাজপুর

০৭/০৩/২০২৫খ্রি:


রমজান মাস আত্মশুদ্ধির এবং নৈতিক উন্নতির একটি সময়। এই পবিত্র মাসে  শুধুমাত্র আত্মা ও রূহের পরিচ্ছন্নতার দিকে নজর দিচ্ছে , বরং আমাদের চারপাশের পরিবেশকে ও পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট হচ্ছে। বিডি ক্লিনের উদ্যোগে, পরিচ্ছন্নতার বার্তা সারা দেশে ছড়িয়ে পড়ছে।


এইভাবে, রমজান মাসে বিডি ক্লিনের উদ্যোগ পরিচ্ছন্নতার জন্য একটি নতুন চেতনা তৈরি করছে, যা আমাদের সমাজের প্রতি সামাজিক দায়িত্ববোধ এবং সচেতনতা বৃদ্ধি করছে। এই পবিত্র মাসে নিজেদের এবং আমাদের আশেপাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য একত্রিত হয়ে এবং এই বার্তা সবার মাঝে ছড়িয়ে দিচ্ছে বিডি ক্লিন এর তরুণেরা ।


প্রতি সপ্তাহের ধারাবাহিকতায়  ০৭-৩-২০২৫, শুক্রবার বিডি ক্লিন-ঢাকা (উত্তর) এর ১ নং জোন-এর সাপ্তাহিক পরিচ্ছন্নতা ইভেন্ট সফলভাবে সম্পন্ন হয়। আজ পরিচ্ছন্ন হলো  বাউনিয়া বটতলা ,উত্তরা ও এর আশপাশ। আজকের ইভেন্ট পরিচালনা করেছে বিডি ক্লিন ঢাকা উত্তর ১ নং জেনের 

জোনাল সমন্বয়ক আবীর হোসেন।

আরো উপস্থিত ছিলো কামাল সহ সমন্বয়ক বৃষ্টি,  বাঙালি শিমুল,  নওশাদ সহো আরো অনেকে। পরিচ্ছন্নতার যুদ্ধে  সকলকে সম্পৃক্ত করার প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে এই অদম্য তরুণেরা , সেই সঙ্গে নিজেকে তৈরি করছে তারুণ্যের একজন সাহসী যোদ্ধা হিসেবে। পথের পাশে একটুকরো ময়লা থেকে রাষ্ট্র কাঠামো সংস্কারে তরুণদের ভূমিকা জানান দিচ্ছে আজকের এই তরুণেরা।

সারাদেশ এর আরও খবর: