রায়গঞ্জে ২০০ গ্রাহকের টাকা নিয়ে উধাও সৌদি-বাংলা ইনভেস্টমেন্ট এনজিও।

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জের সাহেবগঞ্জ জিআর কলেজ, হাটিকুমরুল ও সলঙ্গা এলাকায় সৌদি-বাংলা ইনভেস্টমেন্ট ফাউন্ডেশন এনজিও খুলে প্রায় ২০০ জন গ্রাহকের সঞ্চয় করা টাকা নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। গতকাল রবিবার বিকেলে ঘটনা জানাজানি হলে উক্ত শাখা গুলোয় গ্রাহকরা টাকার জন্য ভিড় করেন। ঘটনা সূত্রে জানা যায়, গ্রাহক প্রতি ৪০ হাজার টাকা সঞ্চয় নিয়ে ৫০ -৯০হাজার টাকা লোনের প্রলোভন দেখিয়ে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত এনজিও।
প্রতারিত গ্রাহকদেরর অভিযোগ সূত্রে জানা যায়,উক্ত এনজিওর কথিত এমডি হারুনর রশিদ বাদশা প্রায় দেড় মাস আগে ভিন্ন ভিন্ন জায়গায় ভুয়া প্রতিষ্ঠান খুলে স্থানীয় কিছু বেকার লোকজনকে মাঠকর্মী নিয়োগ দিয়ে কার্যক্রম চালিয়ে যায়। রবিবার বিকেলে শেরপুর এলাকা থেকে প্রায় ৫/ ৬ জন গ্রাহক প্রতারণার শিকার হয়ে অত্র শাখায় আসেন। মুলত তখনি এলাকার গ্রাহকরা উক্ত এনজিওর প্রতারনার বিষটি জানতে পারেন।
এ বিষয়ে ভুক্তভোগী ফজলুল হক বলেন, হাটিকুমরুলের এই ভবনে দেড় মাস আগে এনজিও খুললেও, আমি ১৫ দিন আগে ৪০ হাজার টাকা সঞ্চয় জমা দিয়েছিলাম ৯০ হাজার টাকা লোন পাওয়ার আশায়। কিন্তু এখন দেখছি প্রতিষ্ঠানটি ভুয়া।
এতে জনগণ উত্তেজিত হলে ঘটনা স্থলে সলঙ্গা থানা পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরের সাথে মুঠোফোনে যোগাযোগ করে কাওকে আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কাওকে আটক করা হয়নি কোনো লিখিত অভিযোগ পাইনি তাই কোনো মামলা হয়নি।