ফরিদগঞ্জে উত্তর কামালপুর স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা

 প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন   |   সারাদেশ


মোঃ মুজাম্মেল হোসেন মল্লিক ;

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার অন্যতম উদীয়মান ক্রীড়া সংগঠন "উত্তর কামালপুর স্পোর্টিং ক্লাব" এর ৯ সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটি ও ৪১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ ১৮ মে ২০২৫ ইং তারিখে ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেইজে এ কমিটি প্রকাশ করা হয়।

ক্লাবের কার্যক্রমকে আরও শক্তিশালী ও সংগঠিত করার লক্ষ্যে, অভিজ্ঞতা ও উদ্যমের সমন্বয়ে গঠিত হয়েছে এ দুটি কমিটি।

প্রকাশিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে আছেন বিভিন্ন বয়সের প্রতিশ্রুতিশীল এবং সমাজসেবামূলক কাজে যুক্ত তরুণ ও অভিজ্ঞ ব্যক্তিরা।

প্রধান উপদেষ্টা মোঃ জামাল উদ্দিন ও প্রবাসী বিষয়ক উপদেষ্টা মোঃ আব্দুল আজিজ এর স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্তদের প্রতি ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। ক্লাবের সদস্য ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে, যেন নতুন কমিটি ক্লাবের উন্নয়ন ও সেবামূলক কাজে অগ্রণী ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, উত্তর কামালপুর স্পোর্টিং ক্লাব শুধু খেলাধুলার মাঝেই সীমাবদ্ধ নয়, বরং সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা এবং সাংগঠনিক উন্নয়নের দিকেও ব্যাপক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

সারাদেশ এর আরও খবর: