নীলফামারীর সৈয়দপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

 প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন   |   সারাদেশ


নীলফামারী জেলা প্রতিনিধি, 

নীলফামারীর সৈয়দপুরে ইট ভাটার খালে ডুবে মিজানুর রহমান মিজান( ৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুর ৩ টায়  সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।নিহত মিজান  আনোয়ারা হোসেন একমাত্র পুত্র। 

 পরিবার লোকজন জানান,আজ দুপুর ১টা থেকে মিজান নিখোঁজ ছিলো।তাকে খোঁজার জন্য বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায় ও এলাকার মার্কিং করেন। কোথাও খোঁজ না পেয়ে স্থানীয়দের  পরামর্শে বাড়ির পাশের   এন বি ২ ব্রিকস ইট ভাটার খালে  খোঁজা খুঁজি করে পানির নিচে তাকে মৃত্য অবস্হায় উদ্ধার করেন।

সারাদেশ এর আরও খবর: