ডাসারে বায়না করেই জমি দখলের চেষ্টা এক দৃষ্টি প্রতিবন্ধী অসহায় বৃদ্ধার

 প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন   |   সারাদেশ



কালকিনি প্রতিনিধিঃ 


মাদারীপুরের ডাসারে অসহায় এক দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধার জমি ক্রয়ের বায়না করেই দখল নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। 


উপজেলার কাজীবাকাই ইউনিয়েনের পশ্চিম মাইজপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 


সরজমিন সূত্রে যানাযায়, উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপারা গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আজিজুল হক আকন গত দুই বছর আগে পশ্চিম মাইজপারা মৌজার ১২৭২ খতিয়ান ভুক্ত ২৪৭১ দাগের ২৮ শতাংশ জমির মধ্যে ২০ শতাংশ জমি বিক্রয়ের জন্য একই এলাকার জাহিদ আকনের কাছ থেকে বায়নার টাকার গ্রহন করেন, কিন্তু দীর্ঘদিন জমির টাকা পরিশোধ না করায় এবং জমি রেজিস্ট্রারি না হওয়ার জমি বিক্রয়ে অপারগতা প্রকাশ করে আজিজুল আকন। কিন্তু বায়নার টাকা ও জমির ফয়সালা না পেয়ে গত বৃহস্পতিবার জমিতে বিভিন্ন প্রজাতির চারা গাছ লাগান জাহিদ আকন ও তার লোকজন। 


জমির মালিক আজিজুল হক আকন বলেন, আমি তার কাছে জমি বিক্রয় করার জন্য বায়নার টাকা নিয়েছি, কিন্তু দীর্ঘদিন হয়ে গেল পুরো টাকা পরিশোধ না করে ও জমি রেজিস্ট্রারি না করেই, আমার জমিতে গাছ লাগিয়েছে ও পুকুরের প্রায় ৩০ হাজার টাকার মাছ ধরে নিয়ে গেছে এবং আমার বাড়িতে এসে অস্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি, এখন আমি আইনের আশ্রয় নেব। 


এ বিষয়ে জাহিদ আকন সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি তার ওই দাগের ২৮ শতাংশ জমি ক্রয়ের জন্য বায়না করেছি অল্প কিছু টাকা বাকি থাকায় জমি রেজিস্ট্রার হয়নি, কিন্তু সে এখন জমির দাম বেশি চাইতেছে তানাহলে জমি বিক্রি করা হবে না বলছে। তাই আমি গাছ লাগিয়েছি আমি এর সমাধান চাই। 


এ বিষয়ে কাজীবাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ হাওলাদারকে একাধিকবার মোবাইল ফোনে কল করেও তাকে ফোনে পাওয়া যায়নি।

সারাদেশ এর আরও খবর: