চট্টগ্রাম বন্দর থানা কর্তৃক চোরাইকৃত পণ্যসহ আটক-৩।

মোঃ মোশারেফ নিজস্ব প্রতিনিধিঃ
গত ২৯/০৭/২০২৫ইং খ্রি. তারিখ রাত অনুমান ২৩.৩০ ঘটিকায় বন্দর থানাধীন চট্টগ্রাম বন্দরের এনসিটি ট্রাফিক অফিসের সামনে ডেলিভারী পয়েন্টে আসামী ০১। মোঃ আব্বাস(২৫), ০২। মোঃ নাজমুল হোসেন ভুইয়া(৩৫), ০৩। নূর মোহাম্মদ(২৫), ০৪। মোঃ হোসেন(২৭)’গণ সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামী ০১টি কাভার্ডভ্যান গাড়ি, যার রেজিঃ নম্বর-চট্টগ্রাম-ট-০৫-০৩৭৯ তে কিসমিচের কার্টুন , যার ওজন-৮৪০(আটশত চল্লিশ) কেজি, মূল্য অনুমান-৩,৩৬,০০০/-(তিন লক্ষ ছত্রিশ হাজার) টাকা লোড করে। বাদী মোঃ শাহ আলম উক্ত কিসমিসের বিষয়ে আসামীদের জিজ্ঞেস করলে তারা কোন সদুত্তর দিতে পারেনি এবং উক্ত মালামালের স্ব-পক্ষে কোন ধরনের বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারে নাই। সংবাদ পেয়ে বন্দর থানার একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালামালগুলো উদ্ধার করে এবং আসামীদেরকে গ্রেফতার করে। আসামীদেরকে বন্দর থানার মামলা নং-১৯, তারিখ-৩০/০৭/২০২৫ইং, ধারা-৩৭৯ মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।