প্রাণবন্ত মানবতার মানুষ: ডাংগি ইউনিয়নের মুরাদ হোসেন মিয়া।

নগরকান্দা (ফরিদপুর), ১ আগস্ট ২০২৫
ডাংগি ইউনিয়নের তরুণ সমাজের গর্ব—মুরাদ হোসেন মিয়া, যিনি একাধারে সমাজসেবী, যুব শ্রমিকদের মাদক ও অনাকাঙ্ক্ষিত পথ থেকে বিরত রাখার প্রেরণাদায়ী ব্যক্তিত্ব।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তিনি এলাকার অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। মসজিদ ও কমিউনিটি সভা হোক বা দুর্ঘটনায় আক্রান্ত পরিবার—প্রয়োজনের মুহূর্তে তিনি ব্যক্তিগত অর্থায়ন ও সহায়তা পৌঁছে দিয়েছেন।
সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে তার যুব সমাজকে সুস্থ শৈশবের প্রতি আকৃষ্ট করার প্রচেষ্টা:
নিয়মিত খেলাধুলার সামগ্রী বিতরণ, যাতে যুবকেরা সময়মত খেলাধুলায় সময় দেয়।
মাদকের বিরুদ্ধে সচেতনতা সভা ও ব্যক্তিগত নির্দেশনা প্রদান, যাতে যুব সমাজ অন্যায় পথে না পা বাড়ায়।
একাধিক সংবাদমাধ্যমে এমন তথ্য উল্লেখযোগ্যভাবে তুলে ধরা হয়নি। তবে এলাকার সাধারণ মানুষ এবং যুব সমাজ তার মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে তার পরিচয় গঠন করেছেন।
নিয়মিত কার্যক্রমসমূহ:
চিকিৎসা সহায়তা: জরুরি প্রয়োজনে পরিবারের পাশে থেকে অর্থ সাহায্য করা।
স্থানীয় সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের সংগঠন: যার মাধ্যমে সামাজিক কার্যক্রমে সহপাঠে অংশ নেওয়া হয়।
ডাংগি ইউনিয়নে তার জনপ্রিয়তা শুধু নামমাত্র নয়—তা একটি পরিচয়, যা মানুষের কাছে বার্তা বহন করে ভালোবাসা ও সেবা‑অঙ্গনে অবিচ্ছিন্নভাবে। তিনি আজও প্রায়ই “ডাংগি ইউনিয়নের প্রাণের মানুষ” হিসেবে পরিচিত।