ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষা যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে অনুষ্ঠিত।

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন   |   সারাদেশ




মনা যশোর প্রতিনিধিঃ

যশোর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষা আজ ১০/০৯/২০২৫ খ্রিঃ তারিখ যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে অনুষ্ঠিত হয়।


জেলার সম্মানিত পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি জনাব রওনক জাহান-এর সভাপতিত্বে আয়োজিত এ পরীক্ষায় প্রার্থীরা ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নেন, যার সময়সীমা ছিল ১ ঘণ্টা ৩০ মিনিট।


পরীক্ষার পূর্বে প্রবেশ পথে সকল প্রার্থীদের নিরাপত্তা,  ফেস ডিটেকটশন মাধ্যমে পরীক্ষার্থী যাচাই-বাছাই শেষে হলের ভিতরে প্রবেশ করানো হয়।


পরীক্ষা শেষে সভাপতি মহোদয় সংক্ষিপ্ত ব্রিফিং প্রদান করেন এবং জানান, আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৫ পুলিশ লাইন্সে লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। তিনি সকল প্রার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন। যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই শুধু মাত্র মনস্তাত্ত্বিক পরীক্ষায় ও সাক্ষাৎকারের সুযোগ পাবে।


উল্লেখ্য, পরীক্ষায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও ফোর্স সদস্যরা দায়িত্ব পালন করেন।

সারাদেশ এর আরও খবর: