মানিকগঞ্জ দৌলতপুরে উল্টো রথযাত্রা সমাপ্তি।

রবিউল আলম দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধিঃ
কথিত আছে, আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ। মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি। সেখান থেকে আবার সাতদিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ। এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে৷ পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ। এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে।
রথযাত্রা উৎসবের সূচনা হয়েছিল পুরীর জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে। প্রায় ১০৭৮ খ্রিস্টাব্দে গঙ্গাবংশীয় রাজা চোড়গঙ্গদেব মন্দিরটি নির্মাণ করেন এবং সেই সময় থেকেই জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার জন্য রথ তৈরি করে রথযাত্রা উৎসব পালিত হয়ে আসছে।
জগন্নাথ দেব তার ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি (গুন্ডিচা মন্দির) যান। সেখানে সাতদিন থাকার পর আবার জগন্নাথ মন্দিরে ফিরে আসেন। এই যাত্রাই রথযাত্রা নামে পরিচিত। তিনটি সুসজ্জিত রথে চেপে তারা যাত্রা করেন।
রথযাত্রার মূল তাৎপর্য হল - এই উৎসবটি ঈশ্বরের প্রতি ভক্তি ও ভালোবাসার প্রতীক। মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার কালিবাড়ি মন্দির হতে রথযাত্রা করে গত সপ্তাহের শুক্রবারে দৌলতপুর উপজেলা বিরতি দেয় আজ (৫ই জুলাই) দৌলতপুর উপজেলা হতে রথযাত্রা তার বাড়িতে (দৌলতপুর কালিবাড়ি) ফিরে আসে। এটি একটি আনন্দ ও মিলন উৎসব, যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে একসাথে মিলিত হন। খুবই শান্তিপূর্ণভাবে প্রশাসনের সহযোগিতায় রথ যাত্রাটি সম্পন্ন হয়।