চট্টগ্রাম বাকলিয়া থানা পুলিশ অভিযানে আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার মূলহোতা আসিবুল হক প্রকাশ আসিফ আটক।

 প্রকাশ: ০১ অগাস্ট ২০২৫, ১০:১৩ অপরাহ্ন   |   সারাদেশ




মোঃ মোশারেফ নিজস্ব প্রতিনিধিঃ 

বাকলিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই মোবারক হোসেন, এসআই ফরহাদ এর সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং- ৩১/০৭/২০২৫ তারিখ বেলা ১৪:৫৫ ঘটিকার সময় চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন মৌলভীর দোকান নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা বাকলিয়া থানার আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার মূলহোতা ০১।  মোঃ আসিবুল হক প্রকাশ আসিফ (২৪), পিতা-মোঃ ইসমাইল,মাতা-আয়েশা বেগম প্রঃ লাকী বেগম, স্ত্রী-রহিমা বেগম, সাং-আব্দুল সোবহান মোড়, দো’তলা বড় মসজিদের গলি,কচুওয়ালার বাড়ীর পিছনে, চুনতী বাদশাহর বাড়ি, ১৮নং ওয়ার্ড, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- তক্তারপুল, মিলিটারীর বাড়ী, ১৮নং ওয়ার্ড, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার  করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী আসিফ মামলার ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত থেকে ভিকটিম মহিউদ্দিনকে গুলি করে হত্যা করার কথা স্বীকার করে। পরবর্তীতে  আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হলে আসামী স্বেচ্ছায় ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।


উল্লেখ্য যে,  গত ২৫/৭/২৫ ইং অনুমান ১৭ঃ০০ ঘটিকার সময়  বাকলিয়া থানাধীন পাঁচ নং ব্রিজ সংলগ্ন গাফফারের কলোনি থেকে ভিকটিম মহিউদ্দিনকে মৃত গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে  বাকলিয়া থানায় হত্যা মামলার এজাহার দায়ের করলে বাকলিয়া  মামলা নং ৩৬ তারিখ ২৫/৭/২৫ ধারা: ৩০২ পেনাল কোড রুজু হয়।

সারাদেশ এর আরও খবর: