উল্লাপাড়ায় ২০২৪-২৫ অর্ধ বছরে বিভিন্ন প্রকল্পে দৃশ্যমান উন্নয়ন।

 প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন   |   সারাদেশ




জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ : 

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন গ্রামীন অব কাঠামোসহ বিভিন্ন প্রকল্পে দৃশ্যমান উন্নয়ন পরিলক্ষিত হচ্ছে।সুযোগ্য ইউএনও আবু সালেহ মোহাম্মদ হাসনাত এর দিক নির্দেশনায় এ সব প্রকল্পে দৃশ্যমান উন্নয়ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।  উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বছর প্রায় ছয় কোটি টাকা ব্যায়ে মোট ১১৮টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যার মাধ্যমে উপজেলার বিভিন্ন গ্রামীণ অবকাঠামো, শিক্ষা ক্রীড়া গবাদি খাতে গুরুত্বপূর্ণ উন্নয়ন হয়েছে।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে ১১৮টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্ব পেয়েছে গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কার। দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে অনেক স্থানে নতুন রাস্তা নির্মাণ ও পুরাতন রাস্তা পাকাকরণ করা হয়েছে। এতে করে হাজারো মানুষের যাতায়াতে স্বস্তি ফিরে এসেছে।

প্রকল্প গুলোর মধ্যে উপজেলার দুর্গানগর ইউনিয়নের বাবলাপাড়া সুরুজ্জামানের বাড়ি থেকে গাড়লগাতি রহিমের বাড়ি পর্যন্ত রাস্তা পাকাকরণ প্রকল্পটি এ অর্থবছরের উল্লেখযোগ্য উন্নয়নের অন্যতম উদাহরণ। এটি ২৪-২৫ অর্থবছরের এডিপি বরাদ্দে বাস্তবায়ন করেছে উপজেলা প্রশাসন। এই রাস্তাটি পূর্বে ছিল কাঁচা ও চলাচলের অযোগ্য। বর্ষাকালে হাঁটু পানি ও কাদার মধ্যে দিয়ে চলাফেরা করতে হতো। এখন রাস্তাটি পাকাকরণ হওয়ায় বহু গ্রামের মানুষের চলাচলে আমূল পরিবর্তন এসেছে।


স্থানীয় বাসিন্দারা জানান, “এই রাস্তাটি ছিল আমাদের গলার কাঁটা। একসময় এই পথে চলা ছিল চরম দুর্ভোগের। এখন সহজেই চলাচল করা যায়, যা আমাদের জন্য আশীর্বাদস্বরূপ।”


উপজেলার শিক্ষাখাতের উন্নয়নেও ভুমিকা রয়েছে। উপজেলার ৫টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ব্রেঞ্চ বিতরণ করা হয়েছে। এছাড়া উপজেলার ২৭৮টি প্রাথমিক ৭২টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৯টি ক্লাবে মোট চারশ টি ফুটবল বিতরণ  করা হয়েছে। এতে স্থানীয় তরুণদের মাঝে ক্রীড়ামনস্কতা ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হয়েছে।


উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলন বলেন, “উপজেলা প্রশাসন প্রতিবছরের মতো এবারও আমাদের ক্লাবে ফুটবল দিয়েছে। এসব ফুটবল দিয়ে খেলোয়াড়রা নিয়মিত খেলাধুলা করছে। এটি খেলাধুলার উন্নয়নে বড় ভূমিকা রাখছে।”


উধুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হারুন অর রশিদ বলেন, উপজেলা প্রশাসন থেকে আমাদের বিদ্যালয়ে ফুটবল প্রদান করা হয়েছে। যা দিয়ে আমাদের শিক্ষার্থীরা খেলাধুলা করে। 


উপজেলার কয়েকটি সরকারি কার্যালয় ছিল দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। চলতি অর্থবছরে সেগুলোরও সংস্কার ও মেরামতের কাজ করা হয়েছে। এতে করে সেবা প্রদান কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে সম্পাদন করা সম্ভব হচ্ছে।


উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমীন সুমী  বলেন, আমার কার্যালয়টি জরজীর্ণ ও ঝুঁকিপুর্ণ ছিলো। এখানে বসে অফিসিয়াল কার্যক্রমে সমস্যা হতো। এবার আমার কার্যালয় সংস্কার করা হয়েছে। 


প্রকল্পগুলোর বাস্তবায়ন কাজ নিয়মিত তদারকি করেছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত। তিনি জানান, “উল্লাপাড়ার মানুষ উন্নয়নের স্বাদ পাচ্ছে। তাদের মৌলিক সুবিধাগুলো পৌঁছে দিতে আমরা প্রতিনিয়ত কাজ করছি। উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থ ও স্বচ্ছতা আমাদের প্রধান অঙ্গীকার।” 

তিনি আরো বলেন, “আমি চেষ্টা করছি উপজেলা প্রশাসন থেকে বাস্তবায়িত প্রকল্প গুলোতে যেন কোন রকম অনিয়ম না হয়। অনিয়ম ছাড়াই এসব প্রকল্প বাস্তবায়ন হয়েছে।

সারাদেশ এর আরও খবর: