ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

মোশারেফ নিজস্ব প্রতিনিধিঃ
অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ দুলাল মিয়া (২৭) ২। গোলাম রাব্বি ওরফে বাপ্পি (১৯) ৩। মোঃ শাকিল হাওলাদার (২৫) ৪। মোঃ বাপ্পি (৩০) ৫। মোঃ হৃদয় হোসেন (৩০) ৬। মোঃ বিজয় (১৮) ৭। মোঃ ইজাজুল হোসেন (১৮) ৮। মোঃ কামাল হোসেন (৩২) ৯। মোঃ বাবু ওরফে ছোট বাবু (৩০) ও ১০। মোঃ সুমন (৩২)।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১০ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের তাদের হেফাজত হতে দুটি সামুরাই উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, দস্যুতা মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।