রাজধানীর তুরাগে মাদক ও নেশা বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত

মো: ইকবাল হোসেন: রাজধানীর উত্তরা তুরাগ মধ্য থানার তারারটেক এলাকায় মাদক ও নেশাজাতীয় অপকর্মের বিরুদ্ধে স্থানীয় মুসল্লিদের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে তারারটেক মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে শত শত মুসল্লি, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিলে অংশ নেওয়া মুসল্লীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল— “মাদক ও নেশা জাতীয় অপকর্ম থেকে যুব সমাজকে রক্ষার জন্য মুসল্লিদের উদ্যোগে বিশাল প্রতিবাদ মিছিল।”
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তুরাগ মধ্য থানার আমীর গাজী মনির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৩নং ঢাকা-১৮ আসনের ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট সুরুজ্জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তুরাগ মধ্য থানার আমীর গাজী মনির হোসেন বলেন,“তারারটেকসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। এতে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে, পারিবারিক ও সামাজিক অবক্ষয় বাড়ছে। মাদকের করাল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে পারিবারিক, সামাজিক, মসজিদভিত্তিক এবং জাতীয় পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে।”
তিনি হুশিয়ারি দিয়ে আরও বলেন,“প্রশাসনকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে। মাদক ব্যবসা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”
কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট সুরুজ্জামান বলেন,“মাদক একটি জাতির মূল শেকড় নষ্ট করে দেয়। প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে হারিয়ে যাবে।”
তিনি আরও জানান, মাদকের বিস্তার বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয় তরুণদের খেলাধুলা ও শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করতে সামাজিক উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশটি “মাদকমুক্ত সমাজ চাই, যুব সমাজকে বাঁচাতে হবে” শ্লোগানে চারপাশে কেঁপে ওঠে।