ফরিদপুর–৪ আসনে নির্বাচন অংশগ্রহণে গণ অধিকার পরিষদ থেকে ফরম উত্তোলন করলেন তসলিম ইসলাম ওভি

 প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:২২ অপরাহ্ন   |   সারাদেশ



বাংলাদেশ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ফরিদপুর–৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন থেকে প্রার্থিতার ফরম উত্তোলন করেছেন তসলিম ইসলাম ওভি। ফরম উত্তোলনের মধ্য দিয়ে তিনি নির্বাচনী দৌড়ে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করলেন।

ফরম উত্তোলনের পর প্রতিক্রিয়ায় তসলিম ইসলাম ওভি বলেন,

“জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং ফরিদপুর–৪ আসনের মানুষের ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্য নিয়েই আমি নির্বাচনে অংশ নিতে আগ্রহী। এ এলাকার সার্বিক উন্নয়নই হবে আমার প্রধান অঙ্গীকার।”

গণ অধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা জানান, তসলিম ইসলাম ওভির প্রার্থিতা নিয়ে এলাকায় ইতোমধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। তারা মনে করেন, একজন তরুণ ও সচেতন নেতৃত্ব হিসেবে তিনি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

উল্লেখ্য, প্রার্থিতার ফরম উত্তোলনের পর যাচাই–বাছাই, প্রতীক বরাদ্দসহ নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই চূড়ান্ত প্রার্থিতা নিশ্চিত হবে।

সারাদেশ এর আরও খবর: