ফরিদপুর-৪ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট এম এম হুসাইনের মনোনয়ন দাখিল!!

 প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন   |   সারাদেশ




ফরিদপুর প্রতিনিধি:


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা–নগরকান্দা–সদরপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন অ্যাডভোকেট এম এম হুসাইন। গতকাল তিনি নির্বাচন কমিশনের স্থানীয় কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন।


অ্যাডভোকেট এম এম হুসাইন রাজনৈতিকভাবে একটি পরিচিত নাম। তিনি মরহুম আকমল ইউসুফের জামাতা—যিনি ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের পাশাপাশি সামাজিক ও পেশাগত পরিসরে তার সক্রিয় ভূমিকা এলাকাবাসীর কাছে ইতোমধ্যেই ব্যাপকভাবে আলোচিত।


এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন তিনি। স্থানীয় ভোটারদের মাঝে তার জনপ্রিয়তাও মোটামুটি আশানুরূপ বলে জানা গেছে। নির্বাচনে তিনি উন্নয়ন, সুশাসন ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।


এখন এলাকার রাজনৈতিক অঙ্গনে তার প্রার্থিতা নতুন আলোচনা সৃষ্টি করেছে। ভোটাররা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, নির্বাচনী প্রচারণা ও শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে গড়ায় তা দেখার জন্য।

সারাদেশ এর আরও খবর: