খাগড়াছড়িতে শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে "আত্ম উন্নয়ন যুব সংঘ"-এর গৌরবময় অর্জন!।

 প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১১:৪২ অপরাহ্ন   |   সারাদেশ




গুইমারা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ


খাগড়াছড়ি জেলার গর্ব, যুব সমাজের অগ্রদূত সংগঠন *“আত্ম উন্নয়ন যুব সংঘ”* ২০২৫ সালের *শ্রেষ্ঠ যুব সংগঠন* হিসেবে মনোনীত হয়েছে। এ সাফল্য জেলার যুব সমাজের জন্য এক অনন্য অনুপ্রেরণা।


*বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের* উদ্যোগে আয়োজিত জাতীয় যুব পুরস্কার অনুষ্ঠানে সংগঠনটিকে এই সম্মাননা প্রদান করা হবে।  

আগামী *২১ অক্টোবর ২০২৫*, *জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন কেন্দ্রে*,  

*যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া* মহোদয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করবে সংগঠনটি।


"আত্ম উন্নয়ন যুব সংঘ" দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বিভিন্ন সামাজিক সচেতনতা, শিক্ষামূলক কার্যক্রম, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ এবং মানবিক সহায়তা দিয়ে কাজ করে যাচ্ছে। তাদের কাজ ইতোমধ্যেই স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে।


সংগঠনের সভাপতি মোঃ রাসেল রানা বলেন,  

*“এটি আমাদের জন্য বড় একটি অনুপ্রেরণা। মহান আল্লাহর শুকরিয়া এবং সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা। এই সম্মাননা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিলো।”*


এই সাফল্যের জন্য সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ মুবিনুল ইসলাম খাগড়াছড়ি জেলার সর্বস্তরের মানুষ'কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


**#আত্মউন্নয়নযুবসংঘ  

#YouthAward2025  

#Khagrachari  

#ShresthoJuboSangothon**

সারাদেশ এর আরও খবর: