ভাঙ্গায় প্রভাবশালী ব্যক্তির জমি দখলের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়।

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চরদুয়াইর গ্রামে প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে আত্মীয়ের জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন স্থানীয় প্রভাবশালী আব্দুল হক হাওলাদার, যিনি ভুক্তভোগী পরিবারের বাবার মামাতো ভাই।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, আব্দুল হক হাওলাদার আগে তাদের ১ বিঘা ১৯ শতাংশ জমি দখল করেছিলেন, আর এবার নতুন করে ৩৩ শতাংশ জমি দখল করে অন্যের কাছে বর্গা দেওয়ার চেষ্টা করছেন।
তারা বলেন,
> “আমরা চিৎকার করছি, প্রতিবাদ করছি—কিন্তু কেউ শুনছে না। এ কেমন সমাজ, যেখানে শক্তিশালীরা সাধারণ মানুষের জমি কেড়ে নেয় আর সবাই চুপচাপ থাকে?”
পরিবারটি জানিয়েছে, তারা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন এলাকাবাসীও।
এরই মধ্যে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই পোস্ট দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল হক হাওলাদারের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।
ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে আবেদন জানিয়ে বলেছেন,
> “আমরা চাই সত্য প্রকাশ হোক, ন্যায়বিচার হোক, আর আমাদের জমি ফেরত দেওয়া হোক।”