কালকিনিতে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

 প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ০৬:১৩ অপরাহ্ন   |   কৃষি ও প্রকৃতি


শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় মাদারীপুরে কালকিনিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬ হাজার ৩৮০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

আজ রোববার বিকেলে উপজেলা মিনি অডিটরিয়াম হলরুমে এ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন।

উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ কায়েসুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিল্টন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা কামাল, পৌর মেয়র এস.এম হানিফ, কালকিনি থানার ওসি নাজমুল হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সরদার মোঃ লোকমান হোসেন, সহ-সভাপতি ভবতোষ দত্ত ভজন, সিরাজুল আলম মৃধা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আইনজীবি আবুল বাশার, উপজেলা যুবলীগের সভাপতি মাসুদ রানা জাপান মোল্লা ও উপ-সহকারী কৃষি কর্মকাতা বৃন্দ।

কৃষি ও প্রকৃতি এর আরও খবর: