গুইমারায় লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষি উপকরণ বিতরণ

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় দরিদ্র কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করেন। উক্ত প্রদর্শনীতে গুইমারা উপজেলা কৃষি কর্মকর্তা জনাব ওমকার বিশ্বাস এবং উপজেলা সহকারী কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে গুইমারা উপজেলা'র ৩০ জন দরিদ্র কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। ৩০ জন দরিদ্র কৃষকদের মধ্যে জমির পরিমান ৩০ শতক-১২ জন, ৪০ শতক-১২ জন, ৫০ শতক-৫ জন এবং ১ একর-১ জন।
৩০ শতক জমির মালিক কৃষক প্রতি চারা পেয়েছে-৯০ টি
লেবু-৪০ টি, মাল্টা-৪০ টি, কমলা-৫ টি এবং জাম্বুরা -৫ টি।
৪০ শতক- জমির মালিক কৃষক চারা পেয়েছে ১২০ টি। লেবু-৬০ টি, মাল্টা-৫০ টি, কমলা-৫টি, জাম্বুরা-৫ টি। ৫০ শতক জমির মালিক কৃষক চারা পেয়েছে ১৫০ টি। লেবু-৭০ টি, মাল্টা-৭০ টি, কমলা-৫ টি জাম্বুরা -৫ টি। ১ একর জমির মালিক কৃষক চারা পেয়েছে ৩০০ টি। মাল্টা-২৪৫ টি, লেবু-৫০ টি, কমলা-৫ টি।
গুইমারা উপজেলা কৃষি কর্মকর্তা বলেন- সরকারের এই প্রকল্পের মাধ্যমে সাধারণ কৃষক লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন করে নিজেরা সাবলম্বী হবে এবং পাশাপাশি সমাজ তথা দেশের অর্থনীতিতে অবদান রাখবে।