স্যাম্পল ওষুধ বিক্রি ও পাম্পে তেল কম দেয়ায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

 প্রকাশ: ২২ অক্টোবর ২০২১, ০৫:১১ পূর্বাহ্ন   |   বরিশাল


তাসনিয়া হাসান অর্পিতা, বরগুনা জেলা প্রতিনিধি :

পাম্পে তেলের পরিমাণ কম দেওয়া ও স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে বরগুনার আমতলীতে দুই প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর ২টার দিকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম।


র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার আমতলী থানা ডাক্তারবাড়ী এবং আমড়াগাছিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে পাম্পে তেলের পরিমাণে কম দেওয়ার অপরাধে রহমান পেট্রোলিয়াম ফিলিং স্টেশনের মালিক ইঞ্জিনিয়ার তানাল রহমানকে ৫০ হাজার টাকা এবং দোকানে স্যাম্পল ওষুধ বিক্রির অপরাধে মেসার্স সিকদার ট্রেডার্সের মালিক মো. আনোয়ার হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।