চৌধুরীপাড়া মানব কল্যাণ সংস্থা'র নতুন কমিটি সভাপতি শরীফ মাহমুদী সাধারন সম্পাদক মির হোসেন।

সাখাওয়াত হোসেন, ছাগলনাইয়া (ফেনী)
ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের চৌধুরীপাড়া মানব কল্যাণ সংস্থা'র দ্বিতীয় মেয়াদী কমিটি গঠন করা হয়।কমিটির গঠনতন্ত্র অনুসারে সকলের ভোটাভোটিতে সভাপতি নির্বাচিত হয় মুফতী শরীফ মাহমুদী ও সাধারন সম্পাদক মির হোসেন চৌধুরী।পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন সভাপতি ও সাধারন সম্পাদক সহ সকলের মতামতের উপর। কমিটি বাকী সদস্যগন হলেন সহ-সভাপতি নাজমুল আলম সহ-সভাপতি; সিপন চৌধুরী জয়েন্ট সেক্রেটারী; আকবর হোসেন চৌধুরী জয়েন্ট সেক্রেটারী ; ইয়াসিন আরাফাত আতিক,সাংগঠনিক সম্পাদক; আনোয়ার হোসেন চৌধুরী,সহ; সাংগঠনিক সম্পাদক; মোঃ সাইফুল ইসলাম
,সমাজ কল্যাণ সম্পাদক; শাহেদুল আলম মিশুক,অর্থ সম্পাদক; মোশারফ হোসেন চৌধুরী
,সহকারী অর্থ সম্পাদক; জামশেদ আলম চৌধুরী, আশিকুল ইসলাম সৌরভ, আমজাদ হোসেন তারেক, শাহেদ হাসান শোয়েভ
, অনলাইন ও প্রচার সম্পাদক, আবদুস সোবহান চৌধুরী
,সহ; অনলাইন ও প্রচার সম্পাদক; মাসুদ চৌধুরী
,দফতর সম্পাদক, ইমরান হোসেন সীমান্ত,সহকারী দফতর সম্পাদক; আব্দুল গণী শাকিল,শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক; নুরুল করিম সোহাগ,সহ: শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, রায়হান চৌধুরী
,ধর্ম বিষয়ক সম্পাদক, ফরহাদ চৌধুরী,সংখ্যালঘু বিষয়ক সম্পাদক, সাধন চন্দ্র দাস,সহ: সংখ্যালঘু বিষয়ক সম্পাদক, অপু চন্দ্র দাস,পরিবেশ বিষয়ক সম্পাদক, ইমরুল চৌধুরী
,সহ পরিবেশ বিষয়ক সম্পাদক; মাসুম খান,বহিঃ সংগঠন যোগাযোগ বিষয়ক সম্পাদক; সজিব ওসমান,ক্রীড়া সম্পাদক; জোবায়ের আলম
,সহকারী ক্রীড়া সম্পাদক, আব্দুস সালাম চৌধুরী
,ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক; আসিফ চৌধুরী
,সহ: ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক; নিশান চৌধুরী,আপ্যায়ন বিষয়ক সম্পাদক; মারুফ হোসেন মহিন,সহ: আপ্যায়ন বিষয়ক সম্পাদক; মোরশেদ চৌধুরী,পাঠাগার বিষয়ক সম্পাদক; ফাহিমুল ইসলাম রিমু
,সহ; পাঠাগার বিষয়ক সম্পাদক; রবিন চৌধুরী
এছাড়াও সদস্য হিসেবে রয়েছে,, পারবেজ চৌধুরী, ফয়েজ চৌধুরী, জাবেদ হোসেন, জাকশেদ হোসেন, রাকিব চৌধুরী, মোঃ ফাহিম, জোবায়েদ ও আব্দুল ওয়াহেদ শাকিল।