বেনাপোল পিকআপের ভিতরে ফেন্সিডিল সহ গ্রেফতার- ১।

 প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ০৮:১৭ অপরাহ্ন   |   অপরাধ ও আইন



মনা,বেনাপোল(যশোর)

প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় ১৬০ বোতল ফেন্সিডিল ও একটি পিকআপ গাড়ি সহ হেলাল (২৫)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।


বেনাপোল ফিলিং ষ্টেশন এলাকা থেকে রবিবার রাতে মাদক ব্যবসায়ী হেলালকে গ্রেফতার করা হয়। সে বেনাপোল পৌরসভার নামাজ গ্রামের মাহাতাব মোড়লের ছেলে।


ডিউটি অফিসার এএসআই মুরাদ হোসেন জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খানের কাছে গোপন খবর আসে একটি পিকআপ গাড়িতে বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিল নিয়ে বেনাপোল বাজার হয়ে যশোরের দিকে যাচ্ছে।


এমন সংবাদে ভিত্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খানের নেতৃত্বে এসআই রোকনুজজামান ও এএসআই মাসুম পারভেজ যশোর বেনাপোল রোডের পাশে অবস্থিত বেনাপোল ফিলিং ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে ফেন্সিডিল ও পিকআপ গাড়িটি জব্দ করেন । বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বলেন মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

অপরাধ ও আইন এর আরও খবর: