গাজীপুর সদর উপজেলা যুবদল নেতা নাজিম সরকারকে স্ব-পদে বহালের দাবী নেতাকর্মীদের

 প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন   |   রাজনীতি


( গাজীপুর জেলা) প্রতিনিধি

 গাজীপুর সদর উপজেলার যুবদলের আইকন হিসেবে পরিচিত।  গাজীপুর সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও গাজীপুর সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ নাজিম সরকার কে স্ব পদে বহালের দাবী জানিয়েছে গাজীপুর সদর উপজেলা যুবদলসহ বি এন পির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।  স্থানীয় নেতাকর্মীা বলেন যে কারনে রাজপথ কাপানো এই যুবদল নেতাকে তার দল থেকে বহিষ্কার করা হয়েছে সেই কাজের সাথে মোঃ নাজিম সরকার জাড়িত ছিল না।  একটু ভুল বুঝাবুঝির কারনে এই এই সিদ্ধান্ত নিয়েছে গাজীপুর জেলা যুবদল।  একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে ইউসেন্স কোম্পানির একটি অভিযোগের ভিত্তিতে গাজীপুর সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ নাজিম সরকার সহ ৪ জনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বি এন পির ২  জনকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করলেওমোঃ নাজিম সরকারের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়নি।

  কিন্তু যে কোম্পানির অভিযোগের ভিত্তিতে নাজিম সরকারকে বহিষ্কার করে সেই কোম্পানি থেকে নাজিম সরকার কে তার পদ ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করলেও দলীয় ভাবে তার পদ ফিরিয়ে না দেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে দেখা  দিয়েছে হতাশা ।  গাজীপুর সদর উপজেলার এক তৃণমূল নেতা এই প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি জানান, নানা বৈতরনী পেরিয়ে আজ একজন সফল নেতা মোঃ নাজিম সরকার বি.এ।  তৃনমুল থেকে বেড়ে ওঠা এই নেতার জীবনের সোনালী দিন গেছে নানা প্রতিকূলকতার মধ্য দিয়ে।  জীবনে অনেক ঝড় বয়ে গেছে তার ওপর।  নির্যাতনের স্ট্রীম রোলারে লন্ড ভন্ড হয়ে গেছে তার পুরো পরিবার।  তবুও হাল ছাড়েনি।  শক্ত হাতে হ্যান্ডেল করে আজ একজন সফল রাজনৈতিক ব্যক্তি তিনি।   মোঃ নাজিম সরকার বি.এ দিন কেটেছে রাজপথে।  দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।  দলকে আকড়ে ধরে জীবন বাজী রেখে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি।  দলের দুঃসময়ে হাল ধরেছেন।  রাজপথের রনাঙ্গনের সাহসী বীর সেনানী তিনি।  ছাত্র হিসাবে ছিলেন মেধাবী ও অসীম সাহসী।  তিনি দীর্ঘ সময় রাজনীতির বয়সে ১৯৯১ সালে রাজনীতিতে প্রবেশ করেন এসময় তিনি ৩৪ বছর রাজনৈতিক জীবনে বৃহত্তর মির্জাপুর ইউনিয়নের পিরুজালী ১ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিসাবে দায়িত্ব পান, তিনি  বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করেন,তারপর পিরুজালী ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা আহবায়ক,গাজীপুর জেলা যুবদলের সহ সভাপতির দায়িত্ব পালন করেন বর্তমান  গাজীপুর সদর উপজেলা যুবদলের সিনিয়র  যুগ্ম আহবায়ক ও গাজীপুর জেলা যুবদলের সন্মানিত সদস্য পদে দায়িত্ব পালন করেছেন সফলতার সাথে।  বর্তমানে তিনি গাজীপুর সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও গাজীপুর জেলা যুবদলের সন্মানিত সদস্য পদে দায়িত্ব পালন করেছেন এবং দলের গতিশীলতা বাড়ানোর জন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন।  তাই তার দলীয় পদ ফিরিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি  

 এই প্রতিবেদকের সাথে আলাপকালে মোঃ নাজিম সরকার জানান, ‘দলের দুর্দিনে আন্দোলন-সংগ্রাম করেছি।  জাতীয়তাবাদী বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণে গত ১৭ বছরে আমি ১৭ মাসও বাড়িতে ঘুমাতে পারি নাই।  আমার নামে দেওয়া হয়েছিল একের পর এক মিথ্যা মামলা ডিবি হারুন আমাকে আটক করে আমার উপরে সেই চালায় অমানুষিক নির্যাতন বিভিন্ন ষড়যন্ত্রও আমার বিরুদ্ধে পেতাত্বার মতো পেছনে পেছনে লেগে থেকেছে।  এত হয়রানি নির্যাতনের পরও বিন্দু পরিমান হাল ছাড়িনি, এমনকি দলীয় আদর্শ থেকে একটুও পিছ পা হইনি।  সবসময় সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছি এবং জীবনের বাকি সময়টুকুও বিএনপির রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে রাখব ইনশাআল্লাহ।  গাজীপুর সদর উপজেলার সকল জনগনের সহযোগীতা ও দোয়া আমাকে আরও উৎসাহিত করছে।  তিনি আরও বলেন, ৫ই আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে সোচ্চার ছিলাম।  আমরা সবাই মিলে সফল হয়েছি, স্বৈরাচার শেখ হাসিনা নিজের জীবন রক্ষার জন্য দেশ ছেড়ে পালিয়েছে ভারতে।  সেখানে বসে হাসিনা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে যদিও সেই ষড়যন্ত্র কাজে আসবে না।  তিনি আরও বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সবার প্রিয়নেতা তারেক রহমান বলেছেন;  বছরের পর বছর ধরে আন্দোলন-সংগ্রাম ত্যাগ বঞ্চনা সহ্য করে বিএনপি জনগণের যে আস্থা ও ভালোবাসা অর্জন করেছে, কিছু বিপথগামী চাঁদাবাজ দখলদারদের হঠকারিতায় সেই আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে, সেটা সহ্য  করা হবেনা।  যাই হোকনা কেন আমাদের দল সব ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের কল্যাণে নিয়োজিত থাকবে ইনশাআল্লাহ।

রাজনীতি এর আরও খবর: