গাজীপুরে ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ ।

 প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন   |   সারাদেশ




 (গাজীপুর জেলা) প্রতিনিধি


 গাজীপুর মহানগরীতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে স্বামী, ননদ ও শাশুড়ির বিরুদ্ধে সদর  থানায় অভিযোগ দায়ের করেছেন এক তরুনী।  অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে।  গত মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৮ টার দিকে এঘটনা ঘটে। 


 অভিযূক্তরা হল- ভুক্তভোগী তরুনীর স্বামী ফরহাদ হোসেন(৩৫), শাশুড়ি হাফেজা খাতুন(৬০) এবং ননদ আফিরুন (৩৮)।  তারা মহানগরীর সদর থানার ৩০ নং ওয়ার্ডের বালু চাকুলী এলাকার বসবাস করেন।


 ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর সাথে ফরহাদের অনুমান ৩ বছর পূর্বে ইসলামীক শরীয়তের বিধান মতে বিবাহ হয়।  কিছুদিন পূর্ব থেকে ভুক্তভোগীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবীতে যথাযথ ভরন পোষন না করে শারীরিক ও মানষিক নির্যাতনের মাত্রা চূড়ান্ত রূপ নেয়।  অভিযূক্তদের বাসায় অবস্থান করা কালে ভুক্তভোগীকে যৌতুকের টাকা তার পিত্রালয় থেকে এনে দিতে বলে।  ভুক্তভোগী গৃহবধূ যৌতুক দিতে অস্বীকার করলে অভিযূক্ত ফরহাদ ভুক্তভোগীকে হত্যার হুমকি দিয়ে এলোপাথারী ভাবে কিল ঘুষি লাথি মুরা মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।  ভুক্তভোগীর ডাকচিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযূক্তরা বিভিন্নভাবে ভয়ভীতি হুমকি প্রদান করে এক কাপড়ে জোর পূর্বক বের করে দেয়।  এঘটনায় গৃহবধূ গত বুধবার (৭ মে) বেলা ১২ টার দিকে থানায় অভিযোগ দায়ের করেন।  এঅভিযোগ তদন্তের দায়িত্ব এসআই আশরাফুলকে হাওলা করেন। 


 ভুক্তভোগী তরুণী সাংবাদিকদের জানান, থানায় অভিযোগ দায়ের করার পর থেকে অভিযুক্ত বিবাদীরা মামলা না করার জন্য বিভিন্নভাবে হুমকী ভয়ভীতি প্রদান করছে।  তিনি ন্যায় বিচারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এব্যাপারে সহযোগিতা কামনা করেছেন।


 এবিষয়ে জানতে ভুক্তভোগী তরুণীর স্বামী ফরহাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে উনি তথ্য প্রদানে অপারগতা প্রকাশ করেন। 


 এসংক্রান্তে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান পিপিএম জানান, এঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাদেশ এর আরও খবর: