কমলগঞ্জে আব্দুল গফুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতাকে সংবর্ধনা প্রদান

 প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন   |   সফলতার গল্প


জায়েদ আহমেদ, মৌলভীবাজারের প্রতিনিধি:

কমলগঞ্জ উপজেলার আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিবকে) সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ৮মে দুপুর ১২ টায় কলেজ মিলনায়তনে কলেজের শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


কলেজের অধ্যক্ষ মো.হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী প্রভাষক সুভাষ চন্দ্র সিংহ ও লক্ষি নারায়ণ সিংহ এর যৌথ সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, শিক্ষার্থী আর্দিত সিংহ,শিক্ষক জয়ন্ত কুমার সিংহ।


আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোঃ অলি আহমেদ খান,শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিদ্দিকী, কমলগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সোয়েব আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল হোসেন, যুগ্ম আহবায়ক তাজ উদ্দিন তাজু পৌর যুগ্ম-আহবায়ক প্রতুষ্য ধর, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন, কমলগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক বক্ত মোঃ মাহবুবুর রহমান, সেচ্ছাসেবক দলের আহবায়ক জমির আহমেদ জয় প্রমুখ।

সফলতার গল্প এর আরও খবর: