জেলার শ্রেষ্ঠ জয়িতা হলেন কালকিনির শিক্ষিকা হোসনেয়ার

 প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন   |   সফলতার গল্প


কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ

"নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ" এই প্রতিপাদ্য সামনে রেখে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় মাদারীপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার সম্মানে ভূষিত হলেন কালকিনি উপজেলার ১নং কালকিনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনেয়ারা। তিনি কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেনের সহধর্মিণী। এর আগেও বাংলাদেশ স্কাউটস এর মেরেল অব মেরিল অব অ্যাওয়ার্ড ভূষিত হন।

গত সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে মোছা: ইয়াসমিন আক্তার উপস্থিত থেকে ৫টি ভিন্ন ক্যাটেগরীতে ১০জন শ্রেষ্ঠ নারী কে এই সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সফলতার গল্প এর আরও খবর: