লোহাগাড়া থানা পুলিশের অভিযানে ৪২৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ০২ জন

সাইফুল ইসলাম,লোহাগাড়াঃ দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা এলাকায় লোহাগাড়া থানার এসআই/গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ ২৯/১২/২০২১ খ্রি: দুপুর ১২ঃ৩০ টায় লোহাগাড়া থানাধীন চুনতি এলাকায় রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৪২৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই আসামী ১. মো:শহিদুল ইসলাম (৩৩) ও ২. মোঃ আবদুল্লাহ(২৬) গ্রেফতার করেন।
এ সংক্রান্তে লোহাগাড়া থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।