বদরগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বদরগঞ্জ প্রতিনিধি

 প্রকাশ: ০৪ মে ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন   |   অপরাধ


হাবিবুর বকশী :

রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট বাজারে মাদক সেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) দুপুরে তৌহিদী জনতা ও ছাত্র জনতার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, "মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়। আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।" তারা আরও বলেন, "মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। প্রশাসনের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি—মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করুন।" মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। এলাকাবাসীরা জানান, তারা নিয়মিতভাবে এমন সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করবেন, যাতে সমাজকে মাদকমুক্ত করা যায়।

অপরাধ এর আরও খবর: