কালকিনিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন।

 প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ০৫:৪২ অপরাহ্ন   |   জেলার খবর



রিপোর্টঃ শেখ লিয়াকত আহম্মেদ


মাদারীপুরের কালকিনিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম খানের দাফন করা হয়েছে। 


সোমবার (২৫ অক্টবর) বিকাল ৫:১৫ টার মোঃ সিরাজুল ইসলাম খানকে গার্ড অব অনার দেওয়া হয়। কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম তার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।


এ সময় মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ, উপজেলা সদ্য সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মালেক, জুলহ সরদার, মোঃ আলী সরদার, আরব আলী হাওলাদারসহ গ্রামের সব শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।পরে রাত ৯:০০টা উত্তর ঠেংগামারা হাজী বাড়ি মাদ্রাসা প্রাঙ্গনে তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ বদিউজ্জামান খান বাকামিন এর পিতা বীরমুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম খান সোমবার দুপুর ১২:৩০টায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। 

জেলার খবর এর আরও খবর: